💐মহাকালের মহাপ্রয়াণ💐

       ✍️সাধন নমঃ
হাজারটা আলো এসে ভীড় করেছে
চোখের কোণে।
তবু আমি গুরুদেব ছুটেছি
তোমার শিখার পানে।।
সপ্তরঙের আভাস  দিয়েছো
মোর আঁখিপানে,
হাজারও ভাষা দিয়েছ প্রভু
মোর শুষ্ক ঠোঁটে।।
অবুঝ শিশু বলে নিলে পারে তোলে
কোমল স্নেহের প্রেমে।
আজ কেন কাঁদিয়ে গেলে মোরে
বুকফাটা সুরে ?
আজ যখন শ্রাবণ সন্ধ্যায় ভাঙ্গলো
আমার ঘুম,
দেখি পথের মোরে হাজারও যাত্রী
করে আছে চুপ।।
যদি বা জানিতাম যাবে প্রভু
এই শ্রাবণঘন মোহে,
জড়িয়ে ধরিতাম যুগল চরণ
নাহি দিতাম যেতে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন