✍️ *অন্তরা সাহা*
আজ বড্ড অস্থির এই মনটা,
কিছুতেই যে শান্ত হচ্ছে না,
তোমার বিরহের আগুনে আজ আমি দগ্ধ।
কোথায় গেলে পাবো তোমায় বলো?
আবার ফিরে এসো এই ধরায়, যদি বলি,
আমার ডাকে সাড়া দেবে কি তুমি?
যদি বলি তোমার চরণতলে দিও আমায় ঠায়,
তবে আমার আবদারটা গ্রহণ করবে কি তুমি?
আজ আমার নয়ন দুটো,
তোমায় দেখিতে চায় শুধু,
আসতে পারো না বুঝি
একরাতে স্বপ্নের সাথী হয়ে?
যখন তোমার স্মৃতিগুলো,
আমার চোখের জল হলো,
তখন হঠাৎ শ্রাবণের ধারা হয়ে ভিজিয়ে দিলে আমায়,
লুকায়িত হলো আমার চোখের জল,
মিলিয়ে গেলাম তোমাতে,
তখন চারিদিক থেকে ভেসে আসলো তোমারই সুরধ্বনি,
"তুমি রবে নীরবে,
হৃদয়ে মম -----"
ওগো, এখন চোখের জল মুছো সবে,
এবং উচ্চস্বরে শুধু বলো -
তুমি অমর রবে
তুমি অমর রবে
তুমি অমর রবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন