রবি কবি

     ✍️মনচলি চক্রবর্তী 

কবি তুমি উদয়স্ত রহিবে রবি হয়ে।
মোদের হৃদয় আকাশ মাঝে
প্রতিনিয়ত অনুভবে,প্রাণে, স্মরণে।
মর্মে মোদের জড়ায়ে
তোমার সৃষ্টি সুরের আলোকঝর্ণায়; 
মোদের প্রাণ হয় পল্লবিত।
তোমার আদর্শ, সৃষ্টিসমগ্রে
এই ভুবন হোক আলোড়িত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন