লাশ

     ✍️আমিনুল ইসলাম(রিপন)

তুমি-আমি হয়ে যাব একদিন লাশ।
শত শত মানুষ থাকবে আমাদের আশপাশ।
কাঁদবে জগৎ,কাঁদবে বিশ্ব,
সেদিন আমরা হয়ে থাকবো নিঃস্ব।
সবাই আসবে দেখতে, একবার শেষ সময়ে।
চিরনিদ্রায় ঘুমিয়ে যাব না ভাঙার স্বপ্নে।
আপনজনে কাঁধে তুলে নেবে পরপারে।
হিন্দু হলে শ্মশানে, মুসলিম কবরে।
চিরবিদায় নেবে ক্ষণিকের সময়ে।
সেদিন থাকবে না কোন জোর,কোন ক্ষমতা।
হেলে দুলে আসবে শ্মশান, কবরে জনতা।
কেন এত অহংকার?, কেন হাহাকার?
কেন আমরা মিলেমিশে হইনা একাকার?
তাই হাসতে হাসতে কাটাও দিন।
এই ভুবন ছেড়ে চলে তো যাবে একদিন।
ঘরের আপনজন, পাড়া প্রতিবেশী আছে যারা,
জন্মের মত পর করে দেবে তারা।
নাম-যশ, টাকা-পয়সা সবই পড়ে রবে।
তুমি-আমি চলে যাব একদিন নীরবে।
কোন এক সময়ে,কোন এক মাস।
চিরদিনের মত তোমার-আমার নাম হবে লাশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন