….✍ অভিজিৎ দেবনাথ
করোনা তুমার নাম
করুনাময়ী আর হতে পারলে না ।
বিশ্ব - ভুবন সুন্দর ছিল তুমার আসার আগে
কেন তুমি এসে মোদের ফেলে দিলে ফাঁদে!
জীবন স্রোত আজ স্তব্ধ পারাবার
রেখে দিয়েছ মোদের বন্ধি কারাগারে
শতশত সহস্র প্রাণ কেড়ে
রাতে কি ঘুমাতে পার কম্বল উড়ে?
স্বপ্ন আসেনা তুমার, কান্না শুনতে পাওনা তুমি ?
তাহলে কেন তুমি মৃত্যু লিলায় মেতেছ
স্বাধীন জীবন যাপনকে করছ তুচ্ছ।
বুঝে গেছে অনেক দেশ- ইতালি, রাশিয়া,আমেরিকা
মিথাইল যা পারেনি তা পেরেছে করোনা।
রক্ত তুমার পছন্দের নয় তাইনা?
রক্ত বিনা যুদ্ধ জয়ী তুমি ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন