আবর্ত

….✍ ইন্দ্রাণী ভট্টাচার্য 

জীবন একটা ধূসর পানডু লিপি  

যার সুতোর টানেই আমাদের নকশি কাঁথা বোনা। 


ভাবীকালের চির গোধূলি মাঠে যত

আঁচড় পরে অনাদি অতীতের।


আমাদের যাপনের প্রতিটি পড়তে পড়তে ভাঙ্গা গড়ার খেলা..... 

সবাই নিজের পৃথিবী নিয়েই আজ একাকী, নি:স...


কথাগুলো আজ বেঁচে  আছে,

থাকবে চিরকাল কথাদের ভিড়ে ।

সময় চলছে তার নিরন্তর খেয়ালে....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন