নবোন্মেষ মানে

  ….✍ সুব্রত দেবনাথ

নবোন্মেষ মানে,

প্রতিদিন কিছু না কিছু শিক্ষা লাভ করা।

নবোন্মেষ  মানে,

একের পর এক নতুন উদ্যোগ গ্রহণ করা।।

নবোন্মেষ মানে,

বেঁচে থাকার স্বপ্ন কে সুদৃঢ় করা।

নবোন্মেষ মানে,

একতা এবং আলোচনার মাধ্যমে পরিবারের শক্তিকে বৃদ্ধি করা।।

নবোন্মেষ মানে,

কবিতা গল্প ও বিভিন্ন সাংস্কৃতিক রীতিনীতির   পাশাপাশি সমাজসেবামূলক কাজে এগিয়ে আসা।

নবোন্মেষ মানে,

ভালো কাজের প্রশংসা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।।

নবোন্মেষ মানে,

নিন্দনীয় এবং সমাজ বিরোধী কাজের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা।

নবোন্মেষ মানে,

জাতি-ধর্ম-বর্ণ সবকিছু কে পেছনে ফেলে নিজেদের স্বপ্নগুলো বাস্তবায়ন করা।।

নবোন্মেষ মানে,

শুধু কবিতা কিংবা গল্প লেখা নয় সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া দিকগুলি  তুলে ধরা।

নয়তো প্রিয় নবোন্মেষ এর, স্বপ্ন গুলি থেকে যাবে অধরা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন