….✍ রাজদীপ ঘোষ
তুমি তো মুক্তি চেয়েছি,
যাও! চলে যাও।
তোমায় মুক্ত করে দিলাম।
এবার তুমি স্বাধীনভাবে চলতে পারো,
যে অভিযোগটা করেছিলে,
তুমি আমার বিরুদ্ধে।
সে অভিযোগের বিচারটি আজ,
নিজেই হাতেই করলাম।
জীবনের গল্পখানি বোধ হয়,
সম্পূর্ণ লেখে উঠতে পারিনি।
একজন ভাল প্রেমিকের মত,
বোধহয় তোমাকে ভালোবাসতে পারিনি।
একজন ভালো বন্ধুর মতো,
বোধহয় তোমাকে কাছে টেনে নিতে পারিনি।
কী?
অভিযোগ !
তুমি বড্ড হাসালে আমাকে,
তোমার বিরুদ্ধে আমার নেই কোন অভিযোগ।
আর দশটা প্রেমিক এর মতো তো আর,
তোমাকে ভালোবাসতে পারিনি।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ,
তুমি ধন্যবাদ পাওয়ার যোগ্যও বটে।
কেন? জিজ্ঞাসা করছো,
তাহলে বলছি শুনো।
ভালবাসা আজ তোমার কাছে টাকা,
আর ভালবাসার মানুষগুলো তোমার কাছে বোকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন