স্বার্থের দুনিয়া

….✍ মামনি  শীল

স্বার্থ ছাড়া এই দুনিয়াতে কিছু নাই,

স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা

আজকাল মানুষরা শুধু স্বার্থের দিকে ঘুরে।

কেউ কারোর জন্য,

মানুষ হল বেইমান  আজ তুমি উপহার করো।

কাল তোমাকে ভুলে যাবে,

সেটা হল মানুষের নীতি।

স্বার্থের দুনিয়াতে  তুমি যাকে ভাববে প্রিয়জন,

সে তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার প্রয়োজন।

বিপদে পড়লে বোঝা যায় কে আছে পাশে,

জনম দুঃখী মা ছাড়া কেউ পাশে নাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন