….✍-প্রগতি চাকমা
সিঙ্গাপুরের অষ্টম রাষ্ট্রপতি হলো মহিলা
নাম তার হালিমা বিনতে ইয়াকুব,
বহু কাঠখড় পুরিয়ে পৌঁছে উচ্চ সীমায়
বাবা যে গরীব মোহাম্মদ ইয়াকুব।
বাবা ভারতীয় মা মালয় বংশোদ্ভূত জন্ম
ঊনিশশো চুয়ান্নতে তেইশ আগস্ট,
দুই হাজার সতেরো চৌদ্দ সেপ্টেম্বর হতে
রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছে ফাস্ট।
আট বছর বয়সে বাবামারা যায় দশহতে
স্কুলে ভর্তি বাবা তার পাহারাদার,
তেনজং কেটং গার্লস স্কুল,সিঙ্গাপুরবিশ্ব
বিদ্যালয় থেকে আইনে ডিগ্রী যার।
এনইউএসতে উচ্চ সন্মান ডক্টরেট ডিগ্রী
মার হোটেল কাজে সাহায্য করতো,
পলিটেকনিকের সামনে প্রিন্স এডওয়ার্ড
সড়কেতে নাসি পেডং বিক্রি করতো।
সমগ্র পৃথিবীতে সেইপ্রথম মুসলিম নারী
রাষ্ট্রপতি দুঃখ কষ্টের ঝুপড়ি থেকে,
সারাপৃথিবী নাড়িয়েদিলো অথচ জীবনে
"আত্মহত্যা"রক্ষা করে আল্লাহ্তাকে।
পৃথিবীতে যাদেরকিছু নাই নিজেরচেষ্টায়
সফলতা এনে দিয়েছে তাদের মধ্যে,
সিঙ্গাপুরের এ'নারী একজন বুঝে দিলো
ইচ্ছায় গদ্য বদলে যেতে পারে পদ্যে।
আমি এই মহান মহিয়সী বিদূষী নারীকে
সাদরে শ্রদ্ধায় জানাই কুর্নিশ হাজার,
অন্ততঃ আমার পক্ষথেকেএকতোড়াফুল
করজোড়ে প্রার্থনা করি নিও নমস্কার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন