….✍-মনিকা বিশ্বাস
আমার সব পাখিগুলি
আমার সেই পিঞ্জিরা ছেড়ে
চলে গেল অনেক দূরে ।
করবে কে আর কিচিরমিচির?
সেই মিস্টি মধুর সুরে।
আমি ডাকছি হাত বাড়িয়ে‐‐‐
আমার কাছে আয়!
আমার সেই ডাক শুনে‐‐‐
আবার আমার দিকে পেছন ফিরে চায়।
পাখিরা বলছে তোমার কাছে,
আসতে তো চায়।
কিন্তু কেমন করে আসি?
আমরা তো বাঁচতে চায়।
তোমার সেই পিঞ্জিরাতে নয়,
ওই নীল আকাশের গায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন