….✍ সৌম্যদীপ দেব
কিসের লোভে?
কি কারণে?
কে মরেছে?
নাইবা হলো জানা।
বাড়ির পাশে
অলিতে - গলিতে
আজও পরে হানা।
না,কেউ মরেনি
তবে মরবে ঠিক!
আজ নয়তো অনাদি কালে ;
জীবন তার চৈতন্য -
হারায়েছে, সমাজের উথাল দিক পালে।
পাশের বাড়ির খুকিটি আর
রাতে বাড়ি ফেরেনা।
সোনা কাকির মেজো বউটি
ঘোমটা আর ফেলে না।
পাশের পাড়ার শহুরে মেয়ে
শাড়ি ছাড়া হাটে না।
কমলী পাড়ার রাঙ্গা ঠাম্মা
বৈধব্যেও ব্লাউস পরতে ভোলে না।
চলছে সবে ডিজিটাল পথে -
তুমি- আমি ও সে।
গলির পথে আঁধার রাতে
আজও কষাই গুলো ফুকে ,
দিনের আলোয় আঁধার দেখি
এ কোন সমাজের বুকে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন