….✍ শুভমিতা।
এমন ভাবে আমি কখনো জানালার সামনে বসিনি,
দক্ষিণের হাওয়া নেই, পূর্ণিমার চাঁদ নেই, আছে শুধু অন্ধকার অন্ধকার
কয়েকটি ঝি ঝি পোকা আমাকে আলো দেখাতে এসে আমাকেই না দেখে চলে গেল!
ঘরে আলো নেই আমার
আলো আমার ঘরকে কোনো দিন ও পূর্ণ করতে পারেনি
সেক্ষেত্রে অন্ধকার আমাকে নিরাশ করেনি
আলো চড়া দাম বাজারে
কিনে আনার মতো পয়সা নেই আমার
কিন্তু অন্ধকার একা একা চলে আসে ঘরে।
আমি জানালা দরজা খুলে রেখেছি ঘরের অন্ধকার ঘর থেকে বেড়িয়ে যায় না,
আমি তাই বাইরের আর ভেতরের অন্ধকারকে দেখছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন