যে কথা হয়নি বলা

 ….✍ দীপ্র দাস চৌধুরী

যে কথা হয়নি বলা, তা বলা হবেনা কোনোদিন

আমাদের কথাগুলো রয়ে যাবে মনের গভীরে, 

রাতগুলো ফিকে হবে, চোখেরা হবে স্বপ্নবিহীন

আমরা হারিয়ে যাব ফের জনমানবের ভিড়ে।


শহরে নেমেছে রাত, প্রেমিকেরা ফিরে গেছে ঘরে

তবু আমি প্রতি রাতে হাতড়িয়ে খুঁজছি তোমাকে, 

প্রেমকে বোঝেনা কেউ পরিচিত প্রাচীন শহরে....

প্রেমিক বলেই শুধু খোঁটা দেয় সকলে আমাকে। 


স্মৃতিরা ফিরবে জানি, রোজ রোজ কাহিনির মতো 

তুমি ফিরবেনা তবু গুনে চলি প্রহরের কাঁটা, 

বারিশ মুছিয়ে দিয়ে নিয়ে যায় অভিমান যত 

বসে ভরাতে থাকি ফেলে দেওয়া কবিতার খাতা। 


সময় চলবে ঠিক, থামবনা কেউ আর জানি, 

দেখব না ফিরে আর, কী হেরেছি দুজনে জীবনে? 

স্মৃতিরা আসবে ফিরে, করে দেবে ফের অভিমানী

কখনো দেখবো ছবি, প্রোফাইল ঘাটবো গোপনে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন