….✍-সুকান্ত দেব
দুঃখে যাদের কাটছে জীবন দুঃখ তাদের কি?
শুকনো রুটি, বাসি ভাত এটাই বা কম কি?
করছো যারা গাড়ি, বাড়ি আছো মহাসুখে।
গরীবের পেটে মারছো লাথি সরকারি টাকা লুটে।
গরীব হলেও মানুষ মোরা আছে মোদের মন।
দেশকে আমরা ভালোবাসি, দেশের হিতে জীবন।
সলতের মতো জ্বলে উঠছে কয়েকদিনের বনবাস।
অন্যহীন এর উপর বাড়ছে মৃত্যুর করাল গ্রাস।
কৃষক মজুর এক হয়ে দেখাব এবার ভোটে।
ভোটবাকসে এর জবাব দেবো, বাহাদুরী যাবে টুটে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন