কবিতা তুমি হারিয়ে যাও

….✍ সৌরভ শীল

হাজার কবিতা বইয়ের পাতায় পাতায়।

সবকিছু বেকার শুধু মনের তৃপ্ততা

মনের ভয় দূর করার একটা নিশ্বাস।

বিষাদের ক্লান্তি মান অভিমানের ভঙ্গিমা মাত্র।

বিরহের প্রেমের হাজার কবিতা।

শুধু মনের কথা ছন্দের রূপ

বৈশাখী বাদলী রুপালি  চৈতালি রূপছায়া

সব বন্দী  লাইব্রেরি ঘরে

ভোলা কি পাগলা আর কি সাহিত্য বোঝে

সব তালাবন্দি নেই কোন সন্ধি

কবিতা আজ হারিয়ে যাক

আবেগ অনুভূতির আড়ালে

ক্ষুধার জ্বালা কি আর কবিতা বোঝে?

যতই তুমি সুর ধরো 

লিখে যাও রূপক ছন্দ

সবই আজ প্যানপেনে ঘেন ঘেন 

কারাবন্দি ঘরবন্দি লাইব্রেরীর সেই কোনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন