মা

….✍ সুমিতা স্মৃতি 

মা তুমি ঈশ্বরের সৃষ্টি এক শ্রেষ্ঠ দান।

কেউ কখনো ভুলতে পারেনি তোমার অবদান।।


সব কষ্ট সহ্য করে সন্তানকে রাখো সুখে।

মানুষ আজকাল ভুলে যায় সেই দয়াময়ী মা'কে।।


তোমার চরণ তলে মাগো পাই আমি সব সুখ। 

তোমাকে আমি এনে দেব মা পৃথিবীর সর্ব সুখ।।


মা আমি কথা দিলাম কভু ভুলবনা তোমার দান।

আমার জীবনে প্রথমেই দেব তোমাকে স্থান।। 


সন্তান হোক পাপী তাপী মস্ত অন্যায়কারী।

মা কখনো দেয়না সন্তানকে অভিশাপের বারি।।


মা তুমি আমার ঈশ্বর, আমার ভগবান।

জীবনে কখনো ভুলবনা মা  তোমার অবদান।। 


মা তুমি সুখে থেকো এটাই আমি চাই।  

তোমাকে পেয়েছি আমার জীবনে আর কিছু না চাই।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন