বিনিময়

….✍ সুপর্ণা মজুমদার (রায়)

চল্ তোকে নিয়ে যাবো 

সমুদ্র স্নানে, 

তুই যে বলেছিলিস যাবি একসনে ! 

যেথা তীরে এসে চুমু খায় ঢেউ দলে দলে, 

আবার দুজন যাবো সেই নীল জলে । 


চল্ তোকে নিয়ে যাবো সমুদ্র স্নানে, 

যেথা তরঙ্গ টঙ্কার তুলে সাগরের প্রাণে । 

নোনাবালি  চড় ধরে যাবো বহুদূর , 

নয়ন ভরে দেখবো সেথা মোদের নূতন ভোর । 

নীল জলের ঐ পারে অবগাহন শেষে , 

অভ্রজ্যোতি অরুণোদয় গৈরিক বেশে। 


চল্ তোকে নিয়ে যাবো ঊষর বালিয়াড়ি, 

যতদূর চোখ যায় বালি সারি সারি । 

বালুকাবেলা হাত ছুঁবে ক্লান্ত দিনের শেষে, 

নীরবতা কথা বলে নিঃশব্দকে ভালবেসে । 


চল্ তোকে নিয়ে যাবো শান্ত নদী তীর, 

যেথা পানকৌড়ি ভেসে বেড়ায় ছোট্ট ঢেউয়ের নীর । 

চুপটি করে বসবো দুজন সেই বিজন ধার, 

তরী নিয়ে মাঝি ভাই হচ্ছে পারাপার । 

নদীর বুকে রাজহংসের অবাধ সন্তরণ , 

দিগন্তের ঐ অস্তরাগ দেখবো দুজন । 


চল্ তোকে নিয়ে যাবো বৃষ্টি ধারা মাঝে, 

গুরুগম্ভীর মেঘ যেথা গরজে বাজে। 

ঝরো হাওয়া শীতল স্পর্শে দোলা দিয়ে যায়, 

ভালবাসা এমনি হয় কানে বলে যায় । 


চল্ তোকে নিয়ে যাবো নীল গগনের পাশে , 

যেথা ভালবাসা বিনিময়ে ক্ষীণ মেঘ ভাসে । 

আমিও তোর চোখে ভেসে যাবো বলে, 

নিশীথ রাত জাগি একা নীরব হলে পড়ে। 

কবে কি ঘটেছে, ভুলে যেতে চাই, 

খসে যাওয়া ঝরাপাতা পিছুটান নাই । 

রাতজাগা পাখি হয়ে সুরে সুর মেলাবো, 

(তোর) ভালবাসার কাছে আমি সবটুকু বিলাবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন