সম্পাদকীয়.............….✍

আজ আমাদের সমাজ, সাহিত্য, চিন্তাভাবনা ইত্যাদি সবকিছুরই ব্যাপক পরিবর্তন হয়েছে। তাই আমরা পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের মনের খাঁটি আবেগ, সাহিত্য চর্চা করা ইত্যাদিকে দূরে সরিয়ে দিচ্ছি। আমরা আগের মতো আর নানান বই পড়ি না, শুধু কেরিয়ার গড়ার বই পড়ি। এই নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত উক্তি আছে- *"এককালে পৃথিবী বইয়ের উপর কাজ করত, এখন বই-ই পৃথিবীর উপর কাজ করে"। তাই  *নবোন্মেষ* জন্ম হয়েছে *নোতুন পৃথিবী সামাজিক সংস্থা* নামক একটি আদর্শের বৃক্ষ থেকে। যার উদ্দেশ্য হল নিঃস্বার্থ ভাবে সমাজের জন্য, সাহিত্যের জন্য কাজ করে যাওয়া; মনকে সাহিত্যমুখী করা। *নবোন্মেষ* নবীনদের জন্য পথ পরিদর্শনকারী এবং  জ্ঞানীদের জন্য স্নেহময় বৃক্ষ। 

নবোন্মেষ কবি-লেখকদের স্বাধীনভাবে বাঁচতে,লেখতে এবং বলতে শিখিয়েছে। নবোন্মেষ সেই পথেই রত থাকবে।

 

ধন্যবাদান্তে এবং শুভকামনায়

        গৌরাঙ্গ সরকার

            (সম্পাদক)

    'নবোন্মেষ' পত্রিকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন