✍️প্রীতম শীল
বুড়িমা তুমি আছো কোথায়,
ঘর বেঁধেছি তোমার জন্য।
খড়কুটোতে ঘর যে তোমার,
আয়োজন সে অতি নগন্য।
রুটি মাংসে নাতি নাতনিরে,
খাইয়ো রান্না করে তুমি।
না হয় খেজুর রসের মিষ্টান্নে,
চালিয়ে নেবো আমি।
ভোর সকালে গরম জলে,
স্নান করে ঘর পুড়বে।
আচ্ছা বুড়িমা তখন তুমি,
কোথায় একটি বছর রবে?
আমরা তো ঘর পুড়ে এসে,
সংক্রান্তির পিঠে খাবো।
তুমি কি আসবে ফিরে আবার,
আমরা আবার ফিরে পাবো?
0 মন্তব্যসমূহ