বাংলা


✍️প্রদ্যুৎ মিশ্র

বাংলা আমার প্রাণের সুখ
বাংলা আমার মায়ের মুখ l
বাংলা হল তপ্ত দুপুরে
শীতল তরুর ছায়া,
বাংলাই হল প্রাণভরা উল্লাসে
মাটিতে রাঙানো কায়া।
খুঁজে পাই আমি বাংলাকে
মাটির ভাড়ের চা এ,
বাংলা কে দেখি আমি 
প্রলয় ঝড়ের আগে।
কৃষ্ণ কালো মেঘ 
আসে যখন ঘনায়ে,
বাংলায় যেন বয়ে যায়
প্রবল বায়ু হয়ে।
হাঁটে বাজারে বাংলাই যেনো
দৈন্য লোকের হাহাকার,
ক্ষেপে গিয়ে আমি 
বাংলায় করি চিৎকার।
বাংলা হল সন্তান হারা
মায়ের বক্ষ ফাটা ক্রন্দন,
বাংলা তো যেন বোনের দেওয়া
ভাইয়ের কপালের চন্দন।
বাংলা আমার মধুর স্মৃতি
স্নিগ্ধ শ্যামল শান্তি,
এইটুকুই আশা বার বার
যেন ফিরে এই বাংলায় আসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন