✍️দিপীকা চক্রবর্তী
কথিত যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ,
তার মধ্যে একটি হলো আমাদের পৌষ পার্বণ।
পিঠে,পুলি,পাটিসাপটা,
আহা!! তাহার গন্ধে যে ভরে মনটা,
ওঠন জুড়ে আলপনা সব
সকলের মনে যেনো এক উৎসবের রব।
ভোর না হতেই স্নানের ঘাটে ছেলে বুড়োর ভীর,
আসবে কবে পৌষ পার্বণ তাহা ভেবেই মন অস্থীর।
গ্রাম বাংলার ঘরে ঘরে আসে কীর্তনের দল,
আহা! সেই মধুর গানে সকলের মন হয় চঞ্চল।
মাঠে-ঘাটে, আকাশে-বাতাসে উৎসবেরই রব,
আসবে কবে পৌষ পার্বণ অপেক্ষায় থাকে সব।
0 মন্তব্যসমূহ