✍️শিবশঙ্কর দেবনাথ
দীর্ঘ অপেক্ষা ডানা মেলে,
পৌষ আগমন সুধা ঢেলে।
গ্রাম বাংলায় লেগেছে ধুম,
পিঠে পুলির এই মৌসুমে
মা মাসির চোখে নেই ঘুম।
তৈরি করে হরেকরকম পিঠে,
ভেসে আসে প্রাণ ভরা ঘ্রান মিঠে।
কুয়াশার আবরণ শৈত প্রবাহ
বইছে পল্লীগ্রাম জুড়ে ,
সকলে শরীর উষ্ণ করে শীতে
ধান ক্ষেতে ন্যাড়ার ঘর পুড়ে।
ঘুমন্ত আকাশের রবির মৃদু আলো
পাতার ফাঁকে গাঁয়ে পড়ে যখন সোজা,
কাক ভোরে স্নান শেষে
চোখ ধাঁধানো আলপনায়
মেয়েরা করে সূর্য দেবের পূজা।
সুদূর আকাশে উড়ে ঘুড়ি,
সুতোর লাটাই হাতে নিয়ে
করে আনন্দ, হৈ চৈ ছোট ছোট কুঁড়ি।
খাওয়া দাওয়া হৈ হুল্লোড়
কাটে যে সারা বেলা,
সন্ধ্যা বেলা টুসু গানে জমে উঠে মেলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন