আমাদের পৌষ


      ✍️কৃতিদীপা ভট্টাচার্য্য

ঋতু শীত, পৌষের মাস, 
বাঙালির প্রাণে পিঠের সুবাস । 
মাঠের ঘাস কুয়াশায় ঢাকা, 
পাতায় পাতায় শিশির আঁকা ।
সংক্রান্তির পূন্য স্নান সেরে, 
আলপনায় বাড়ির উঠোন ভরে । 
পিঠে পুজোর ধুম আয়োজন, 
প্রতি বাড়ি মকর রবির নেমত্তন ।
খড়ের আগুনে অশুভ বিনাশ,
সাথে শুভারম্ভ নতুন মাস ।
পায়েশ হবে নলেনের রসে,
নতুন চালের ঘ্রান বাতাসে । 
পুলি, মালপো, পাটিসাপটা,
তিল কদমার সাথে খোলা পিঠা। 
নেয়ে-খেয়ে বিকেলের কীর্তন, 
পাড়া বেড়ান কীর্তনীয়া জন । 
ছেলে বেলার স্মৃতির খাতায়,
আঁকি বুকি সব ভেসে বেড়ায় । 
পৌষ মানেই হিমেল হাওয়া, 
পৌষ মানেই পিকনিক যাওয়া । 
চড়ুই ভাতির হৈ হুল্লোড়, 
খাওয়া-দাওয়া তোড় জোড় । 
শীতের বেলার আমেজ নিয়ে, 
সঙ্গে আড্ডা ও গান জমিয়ে । 
দিনান্তের সূর্য মেঘের আড়ালে, 
গোধূলি বেলায় লুকোচুরি খেলে । 
পৌষালী সন্ধ্যায় বিচিত্র মেলা, 
ছোটদের হরেকরকম খেলা । 
পিঠে উৎসব জম জমাট, 
চার দিকে যেন পৌষের হাট । 
প্রাঙ্গণ ভরা আট থেকে আশি, 
আর গাল ভরা ঠাট্টা হাসি । 
পৌষ কাটিয়ে মাঘে পা, 
হাড় হিম শীতের ঘা । 
শহুরে যান্ত্রিক আধুনিকতায়, 
গ্রাম শোভা নিমেষে হারায় । 
বারো মাসে তেরো পার্বণ, 
লুপ্তপ্রায় বাংলার জীবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন