✍️সুপর্ণা
সেথায় আছে শ্যামল ছায়া মিষ্টি মধুর রেশ,
সবুজে ঘেরা শ্যামল শোভন চিরসবুজ বাংলাদেশ ।
দোয়েল কোয়েল ফিঙের সাথে আরও কত পাখীর গান,
নদীর জলে ঢেউ খেলে যায় মাঝিভাইয়ের দাঁড়ে টান ।
সবুজ ধানের শীষগুলোতে সবুজ টিয়া ভীড় জমায়, বনবীথির ছায়ায় ছায়ায় শীতল হাওয়ায় প্রাণ জুড়ায়।
সুদূর মাঠে ধেনু চড়ে নীল সবুজের প্রান্তরে,
সুধা মাটির গন্ধে ভরা চলার পথে মন্থরে।
(সেথা) খালে বিলে নানান জলে কত শালুক ফোটেরে ,
মাছরাঙার জলের ধারে মাছের আশায় বসেরে।
হাঁসগুলো সব সারি বেঁধে ঢেউয়ের তালে ভেসে যায়,
বাংলা মাটির মিঠে জলে সবাকার তৃষ্ণা মেটায়।
খেলার ছলে কচিকাঁচা জল ছিটিয়ে করে স্নান,
পাকা ধানের গন্ধে সেথা করে আকুল মন-প্রাণ ।
মুছে যাওয়া কত স্মৃতি রাজকাহিনীর ভগ্নাশেষ,
ভাল-মন্দের সাক্ষী সে যে বঙ্গবন্ধুর বাংলাদেশ ।
সোনার ফসল, সোনার বাংলা হৃদয়বানের সেই যে দেশ ----,
বাউল কবির আবেগভরা মধুমাখা বাংলাদেশ ।
বাংলা ভাষার বঙ্গমাতা মুক্তিযোদ্ধার মুক্তির দেশ,
শস্য -শ্যামলা বসুন্ধরা মন ভুলানো বাংলাদেশ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন