✍️প্রসেনজীৎ সাহা
বাবা মানে হাজার বিকেল
হাজার ভালোবাসা।।
বাবা মানে সন্তানের জন্য
অনেক স্বপ্ন অনেক আশা।।
বাবা মানে ছোট্ট ছোট্ট
পায়ে চলতে শেখা।।
বাবা মানে শত বায়না
শত শত আবদার করা।।
বাবা মানে সন্তানের
কাছে বটবৃক্ষ।।
বাবা মানে নিজে শত কষ্টে
থেকেও সন্তানের মুখে হাসি দেখা।।
বাবা মানে যার বুকে
মাথা রেখে ঘুমানো।।
বাবা মানে শাসন
বাবা মানে আদর।।
বাবা মানে পুরো সংসারের
দায়িত্ব যার কাঁধে।।
বাবা মানে নিজের কষ্ট
নিজের কাছে লুকিয়ে রাখা।।
আমি তোমায় বড্ড ভালোবাসি বাবা।।
একথা পারিনি আজও তোমায় বলতে সামনে দাঁড়িয়ে।।
রোদ,বৃষ্টি, ঝড় মাথায় করে
পূর্ণ করো আমাদের আবদার।।
নিজের ইচ্ছে দাও বিসর্জন
আমাদের মুখের দিকে তাকিয়ে ।।
অনেক সময় অনেক খারাপ
ব্যবহার করি বাবা
আমাদের করে দিও ক্ষমা।।
আমি তোমায় বড্ড ভালোবাসি বাবা।।
0 মন্তব্যসমূহ