সিটিয়ে প্রহর

✍️আসরাফ আলী সেখ

আকাশ কানে কানে বলে
বাতাস কে ,বলো না কাউ কে,
সিঁটিয়ে সবাই, কখন যে কি হয়,
কে জানে!

বাতাস বলে মেঘের কানে কানে,
বলো না ভায়া ,কারো কানে ,
কি হয় দেখা যাক ! তার পর 
না হয় হবে,

মেঘের পেট ভারি হয়ে ওঠে,
বলে জল কণার কানে কানে ,
কি বলি যে! তুমি যেন বলো 
না কারো সনে , কি যে হবে কে জানে!


জল ফোঁটা ফোঁটা রসময় 
গালে চলে সমুদ্র ধারে ,,
মালিক!
মালিক!
কি যে হবে কে জানে!
সিঁটিয়ে সবাই , আমার টা 
কেও শোনে! 


আমার টুকু হলে ই চলে যায়,
বয়ে যায়, কার দায় কে নেয়!


বজ্রপাত শোনে সব , রেগে - মেগে
ডেকে দেয়, মেঘ ধেয়ে চলে যায়,
জল কণা পড়ে যায়, সাগর তোলে হাই , , বলে ছিলি মনে মনে কেও
যেন না শোনে, কার দায় কে নেয়,
চল জীবন ভাসায় !


প্রহর গুনে গুনে যায় 
ছাড় কেও না পায়, কানে কানে
রাষ্ট্র চলে নিশি দিন ,জল কণা থামে না, ঝোপ বুঝে চলে সেও
ও বজ্রপাতের ধ্বনি,  কানে কানে 
মনে মনে শোনে সেও ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন