মানুষকে ভালবাসা

✒️বিপ্লব উরাং 

ধর্ম ধর্ম ধর্ম 
কত ধর্ম বাপরে!
হিন্দু মুছলমান,খৃষ্ট,বৌদ্ধ 
আর কত কি।

ধর্ম যারা বনায় ছিল
এখন,অদের বংশধররাই
ধর্ম লিয়ে খেলছে।

ধর্মে ধর্মে ভাগ করে
হিংস,ঘৃণা ছড়াছে।
মানুষে মানুষে ভাগ করে
নিজেরা স্বার্থ লুটছে।
হামরা সবে বকারম
হাঁ করে ভালছি।

বেচারাম কমরটা সজা করে
জর গলায় বল-
বনধ কর ধর্ম খেলা।

সব ধর্ম একেই--
মুল ধর্ম মানুষ ধর্ম। 
মানুষকে ভালবাস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ