✒️প্রবীর পাঁন্ডে
সোনার শিকল পায়ে দিলেও থাকব না আর ঘরে,
অসীম যখন ডাক দিয়েছে কে আমায় রোধ করে।
আলোক যখন পরশ করে কহেছে প্রিয়ার মতন-
আসবে বধূঁ যেওনা ভূলে রহিল নিমন্ত্রণ।
বাতাস যখন দ্বারে এসে কহেছে আমারে
আকাশ তলে বিশ্ব তোমায় নিবে বরন করে।
হৃদয় মাঝে ভাসে যখন শ্যামের বাঁশির স্বর
তখন আমার কীসের বাঁধন কিসের এত ডর।
অন্তর মাঝে অন্তরতম নিয়েছে যখন পণ
প্রাণের আবেগ রুধিয়া রাখে নাহি সে এমন জন।
কোমল বাহু পারবে না আর আমায় ধরে রাখতে,
কারো কোনো বাঁধন আমায় পারবে না যে বাঁধতে।
অধর পটের ওই হাসিতে ভূলবো না আমি আর,
ভেঙে দিব স্বপ্নে গড়া মায়ার এ সংসার।
সীমার মাঝে আমার যে আর নাহি কোনো কাজ,
প্রেমের বাঁধন শিথিল করে যাবই আমি আজ।
মুক্তি যখন স্বয়ং এসে ডেকেছে আমারে-
তখন আমায় ঘরের মাঝে কে রোধিতে পারে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন