✒️অপর্ণা সিনহা
শাপদের পুচ্ছ সোজা করে
সে সাধ্য কারোর নেই,
তীর্থে শুধু মাথাটাই ঠেকবে
পুচ্ছ কিন্তু যেই সেই'ই!
খা খা রোদে চৌচির মাটি,
বৃষ্টির নাগাল কে পায়!
কিস্তিতে জমানো যত পুন্য
প্রখর তাপে,পুড়ে ছাই।
কৃষ্ণ এবার রাধাকে ছেড়ে
গোপীদের সঙ্গে মজেছে,
রাখাল,সখা,বাঁশী সব ভুলে
কামিনীর ধ্যানে বসেছে!
যতোই কোমল বাণী ঝরাক
মাখুক মুখে আবেগের রঙ,
অশ্রুতে ভেসে বেড়াক তবুও
ভুলবে না,সে যে হিংস্র সঙ!
কুমির বেটা ছিঁচকাদুনে,মনে-
যে ছল চাতুরির দোলা,
ঠ্যাং উঁচিয়ে কু-কাজে মাহির
বক্রপুচ্ছ সদা উর্ধ্বে তোলা!
0 মন্তব্যসমূহ