ট্রেন লেইট

✒️স্বর্ণা রায় 

অনেকটা পথ হেঁটে এসে দেখি আজ ট্রেনটা লেইট করে ফেলল,
বসে আছি আর আসে পাশে আড় চোখে দেখি যাচ্ছি অচেনা অনেক মুখ,
দীর্ঘ অপেক্ষা কখন আসবে গতিবেগে তুমি? 
অপেক্ষার পাশেও একটা স্থুল  আশা,,🌩এই ট্রেন নিয়ে যাবে আমায় অনেক অজানা ইতিহাসের কাছে,, 
এই সকল ভাবতে ভাবতে হঠাৎ মনে হল আজ ট্রেনটা বড়ই লেইট,, 
ক্লাস চলে যাচ্ছে,,, 
তারপর যখন এল সেই লেইট ট্রেনটি তখন পড়ের স্টেশনে নেমে গেলাম,, 

আবার  কোন একদিন অপেক্ষায় বসবো তাই ভেবে,,,,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ