✒️অসীম দেববর্মা
তোমার অলক্ষণ হৃদয়
আমার মনের সীমানা ছেড়ে
যেদিন গেছে চলে,
সেদিন থেকে তোমার সঙ্গে
কাটানো স্মৃতির মুহুর্তেরা
আমার সামনাসামনি হয়ে
আমার সঙ্গে কথা বলে।
স্ট্রিট লাইটের আলোর রেখায়
তোমাকে খুঁজতে গিয়ে
শূন্য হাতে এসেছি ফিরে।
0 মন্তব্যসমূহ