✒️সুবর্ণা চক্রবর্তী
উষ্ণতায় মোরা আদুরে সকাল
আলতো ছুঁয়ে যাওয়া বসন্তের দোলা,
অতীতের আভাস যেনো রেশ রেখে যায়।
অভ্যাস মতো ঘুম ভাঙে
তবে বার্তা থাকে না আর।
শব্দেরা উঁকি দেয় তবুও, আনমনে করে বিচরণ।
ছন্দ কেটে গেলেও অভ্যাসের মোড়কে গুছিয়ে নিতে চায়।
ঝরা পাতায় পলাশী বনে আজও
পিছু ধরে টানে কিঞ্চিত উষ্ণতার অন্বেষণে।
শেষ অধ্যায়ের প্রেমটাই না হয় রয়ে যাক,
সূচনা নাই বা রইলো উপসংহার হয়ে থাক।
0 মন্তব্যসমূহ