হায় ক্ষণকাল,- মহাকাল হাসছে।
তোমার এতো দর্প,এতো হীনতা,
অর্থহীন হিংস্রতার ইতিহাস,
ঘূর্ণি বাতাস উড়িয়ে নেবে,
তীব্র সুনামী ডুবিয়ে ফেলবে,
লেলিহান আগুন পোড়াবে।
#
হায় ক্ষণকাল,তুমি নিজে ডুবলে,
দেশ,জাতি সকলকে ডোবালে,
অস্মিতা,ঐতিহ্য,গৌরব ধূলোয় মেশালে,
প্রতারিত হলো সততা,
প্রতারিত সকলে,
আকাশে চেপে বসলো বিভৎস অন্ধকার,
চারদিক ছারখার, চারদিকে হাহাকার।
#
বাংলা ভুলে, জাতি ভুলে, প্রীতি ভুলে, একতা ভুলে,
দেশ,দশের পায়ে কুড়োল মেরে,
তুমি অমর হতে চাও! বৃথা।
তুমি ক্ষণকাল মাত্র, বেহায়া।
দেখ,মহাকাল করুনায় কাঁদছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন