✒️সুজাতা পাল
তহবিলে যৎসামান্য যেটুকু আছে
তা গুনে গুনে বলে দিতে পারি
অনিশ্চিত ভবিষ্যতের জন্য সাধারণ গ্রেচুইটি
মন খারাপের কিছু অলস দুপুর,
আর একাকীত্বের বিষন্ন রাত।
পুরনো স্মৃতিগুলো যদিও কখনো কখনো সদ্য প্রস্ফুটিত গোলাপের মতো তাজা সুবাস ছড়ায় নাকে।
ইচ্ছেরা ডুকরে ডুকরে হাঁপিয়ে ওঠে তবু
অপেক্ষায় থাকি সেই ব্রাহ্ম মুহূর্তের
যা যাবতীয় মোহ মায়া কষ্ট থেকে
চির প্রশান্তির দেশে নিয়ে যাবে।
0 মন্তব্যসমূহ