✒️সুপর্ণা মজুমদার রায়
একবার মহী রথের সিংহাসন ছেড়ে ধুলায় নেমে এসো ঈশ্বর।
আর কতোদিন কাঠের পুতুল সেজে সিংহাসনে বিরাজ করবে ?
বেহুঁশ তো নও তুমি!!
একবার নেমে এসে দেখো, যারা ধূপের ধোঁয়ায় তোমাকে আচ্ছন্ন করে রাখছে, তোমার রথের সামনে গড়াগড়ি যায় -----,
তাদের অপরিচ্ছন্ন হাতটা ধরেই সরলতাকে নিয়ে চলছে জুয়া খেলার জোয়ার ।
একবার নেমে এসে দেখো প্রতিনিয়ত কাফিনবন্দী মানবিকতা দাফন হচ্ছে।
তুমি কি এসব পরখ করতে চাও না?
প্রদীপের আড়ালে অন্ধ হয়ে আছো!!
পুঁজিবাদের শক্তির কাছে বাঁধা পরে গেছো?
তুমি তো ঈশ্বর!!
প্রতিদিন জীবন যুদ্ধে লড়ে যায় যারা,সেই দলিতের দলে একবার সামিল হও।
একবার মাটিতে নেমে তোমার রথের সিংহাসনে বসার অধিকার দাও ঐ অসহায় গণদেবতাকে ।
সাকার রূপে সরল জীবনের ভাগ্য লিখে দাও।
একবার দল বদল করো।
একবার মাটিতে নেমে এসো ঈশ্বর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন