✒️শিশির অধিকারী
ইচ্ছের যেমন বয়স নেই তেমনি বয়সেরও বাধা নেই এগিয়ে চলার নামই জীবন।।
গুটিগুটি পায়ে শৈশব কৈশোর যৌবন পার হয়ে এগিয়ে চলেছে মানুষ ।।
পিছু কিছু ভাববার অবকাশ নেই
সে কখনো খেলোয়াড় কখনো সে মাস্টার কখনো ডাক্তার কখনো উকিল কখনো বা রেলের কুলি কখনোসমাজসেবী
কখনো ছদ্মবেশী
রঙ্গমঞ্চের চলেছে এক একটি পর্ব
জীবন সংগ্রামের ইতি কথা ।।
জীবন সায়lন্নে সব যেন লুকোচুরি খেলা
তোমার ভালো না লাগতেই পারে
তুমি তোমার বার্ধক্য কে লুকিয়ে রাখার চেষ্টা করবে কারণ তুমিও চক্রবর্তের ঘূর্ণিপাকে ঘুরে বেড়াচ্ছ
খেলছো খেলা ।।
আমরা সবাই চলেছি ভূ
ভূ কানামাছি খেলে
দৃশ্য ওর দৃশ্যের নানা চরিত্র হয়ে।।
তোমার আমার প্রেম ভালোবাসা এখন যেন বিবর্ণ ফোকাস।।
0 মন্তব্যসমূহ