✒️ডঃ অপর্ণা গাঙ্গুলী
বসন্তের মৃদুমন্দ হওয়া বয়ে যাওয়া
শীতের আবহে শুধু তোমায় চাওয়া ।
মিষ্টি মধুর সোনালী রোদ্দুরকে
অনুভবে পাওয়া ।
রোদে দাঁড়িয়ে শরীর তপ্ত করে নেওয়া
বসন্তের রংবেরঙের ফুলে ভেসে যাওয়া
সুগন্ধে নিজেকে ভরিয়ে নেওয়া।
তোমাকে কাছে পাওয়া।।
ডালে ডালে আম্র মুকুলের বড় হওয়া
পলাশ শিমুল ফুলের রং মাখিয়ে নেওয়া।
নীল আকাশের সাদা মেঘের ন্যায়
মনকে উঁচুতে নিয়ে যাওয়া।
কোকিলের কুহু তানে মনপ্রাণ মুগ্ধ হওয়া
ছট্ ফটে মনকে নিয়ে শুধু
তোমার কথা ভেবে যাওয়া।
মন যেন করে তোমার পিছু
পিছু ধাওয়া।।
0 মন্তব্যসমূহ