✒️রেহানা বেগম হেনা
চলো না, দুজনায়
আজ ভিজে যাই
গোধূলির সেই লাল আভায়,
ভিজে ভিজে দেহ
কাঁধে কাঁধ গৃহ
হেঁটে হেঁটে যাই
লক্ষ আলোকবর্ষ চূড়ায়।
একান্তে চলো যাই
আকুল পাগলপারায় --
হাতে হাতে দুটি হাত
মনের জলপ্রপাত
বয়ে বয়ে চলা নদী মোহনায়।
ভালোবেসে-বেসে স্নিগ্ধ জ্যোছনায় স্নান
স্নান সেরে নিই জীবনের।
যা ছিল না পাওয়া
শুধু তুলে তুলে নেওয়া
গ্রীষ্ম বর্ষা ফাগুনের।
এমনই করে এ পথে পথচলা
যেন কখনও না ফুরায়,
না ফুরায়!
চলো না গো আজ দুজনায়
শুধু ভালোবেসে-বেসে যাই
অজানার কোনও ঠিকানায়।
0 মন্তব্যসমূহ