গোলাপী শাপলা

  ✒️মাধুরী লোধ

তুমি পেছন থেকে ডাকলে
আমার মনের ডোবায় ফোটে  
   গুচ্ছ গুচ্ছ গোলাপী শাপলা
 লাজবতী বধুর ওষ্ঠে ফুটে
হাসির পদ্ম সে পদ্মে খেলে দুষ্ট ভ্রমর
   ইষ্টিকুটুম পাখি বাজায় তবলা।
   তুমি পিছন থেকে ডাকলে
      রোমকুপ হয় টানটান 
শিরায় শিরায় ফোটে রামধনু আকাশ
লাজবতী বধুর অবয়বে ভর করে
     ময়ূর ময়ূরীর তার লয়
শিবের সভায় যেন বেহুলা র নাচ।
      তুমি পিছন থেকে ডাকলে
   মনের ভিত হলো
    ভাবনা হীন বাসর ঘর
লাজবতী বধুর শরীরে
উড়ে উড়ে আসে দোল রঙ 
ছুট ছুট ছুট আর নেইকো ডর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ