সাত পাকের রূপকথা

    ✒️নিধির রায়

এই তো সেদিন,
বাসন্তী রাতে
আকাশে ফুলঝুড়ি ফুটে ছিল,
পাড়ার লোক কপালে হাত ঠেকিয়ে 
দেখছিল আলোর ভেলকি,
ফুলঝুড়ি বাজির ভেতর
চন্দনকাঠের মূর্তি তোমার মুখ
ভেসে উঠেছিল অকূল আঁধারে।
হঠাৎ জ্বলে উঠেই মৃত তারাদের মতো
বিলীন হলো সেই মুখ।
আজ তোমার সাতপাকে বাঁধাজীবন
রূপকথার গল্প শোনাবে,
ছুটে পাড় হবে 
তেপান্তরের মাঠ,
খুঁজে আনবে 
রূপোর কাঠি আর সোনার কাঠি,
ধরে আনবে রাক্ষুসীর 
প্রাণভমরা।
আরো আনবে 
অমর মানিক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ