✒️পাপিয়া দাস
আজ মনুষ্যত্ব হারিয়েছে
হিংসা আর অহংকার নামক বিশাল গুহায়।
সেখানে কেউ কাউকে ভালোবাসে না
ভালোবাসার সং সেজে শুধু দেখায়
সাজানো ভালোবাসা।
অহংকারীরা মনুষ্যত্বের বুক চিরে হৃৎপিণ্ড খুলে রক্ত চুষে।
হিংসুটেও মনুষ্যত্বের মাথার খুলি বের করে আনে হাতের তালুতে।
শুধু তারা কপটতা আর অবিশ্বাসের জাল বুনে।
এখন আর আমাদের আশেপাশে মনুষ্যত্বকে খুঁজে পাই না কারন-
ঐ গুহায় অজস্র মনুষ্যত্ব হারিয়েছে।
0 মন্তব্যসমূহ