বসন্তের ফুল

✒️শ্রী জনার্দন

তুমি হয়তো জানো না,
তোমাকে না বলে' তোমার অগোচরে ;
তোমার চোখদুটোর সাথেই কথা বলি।

তুমি যখন আকাশের দিকে তাকিয়ে থাকো,
তোমায় একান্তে ভালোবেসে যাই।

যেদিন ভালোবেসে একটি ফুলের নাম ধরে ডেকেছিলাম,
সেদিন তুমি বলেছিলে;
এমনি করেই আদর করে ডেকো আমায়।

সেদিন থেকে একরাশ কৃষ্ণচূড়া প্রেম,
জমেছিলো বুকের গভীরে।

এই প্রেম হয়তো এক তরফা কোনো এক বসন্তের ফুল,
যাকে ঘিরে সহস্র রঙিন স্বপ্নগুলো;
কৃষ্ণচূড়ার সাথে মিশে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ