বইমেলা

 
✒️সংগীত শীল

পাড় ভাঙা নদী যেমন 
খুঁজে নেয় পথ লোকালয়ে
বইপোকা দলে দলে ঢুকে পড়ে
মহাপাঠাগার গর্ভে।

অদৃশ্য পিপাসায় ডানে বাঁয়ে আগে পিছে
খুটে খায়, গন্ধ শুঁকে, বসত বানায়। 

বসন্তের রঙে রাঙা হাঁপানিয়ার বুক,
লাল নীল সবুজ জলরঙে আঁকা ঝিল,
যেমনটা দেখেছি ঋতুপর্ণের চোখে।

ঝিলের পিঠে সবুজ গালিচায়,
গল্প আড্ডায় নব উন্মেষ,
খুঁজে চলে জীবনের মিঠে রস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ