স্মার্ট ফোন

  ✒️সানিয়া জাহান

স্মার্ট ফোনের ভালোবাসা 
সকল হৃদয় জুড়ে। 

বিশ্ব আজ ব্যস্ত 
স্মার্ট ফোন নিয়ে। 
প্রকৃতিকে ভুলে সবাই 
স্মার্ট ফোনে ডুবে।
আজ জনে জনে হাতে নিয়ে
কতইনা যত্ন করে।
আত্মীয় স্বজন আজ বড্ড দূরত্ব 
এখন কথা বলার অনেক সময়। 

ছবি আঁকা, মাঠে খেলা,
হয়েছে অনেক পুরনো, 
এখন মোবাইলের গেম থেকে 
চোখ সহজে যায় কি সরানো।

মানুষ চালায় যন্ত্র 
না যন্ত্র চালায় মানুষ 
আজ তা বোঝা বড় দায় হয়েছে 

মানুষ তো আজ যন্ত্রের প্রেমে 
ব্যস্ত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ