- সুমন দেবনাথ
তুমি কখনো মডেলিং -র খাতায় নাম লিখিয়েছো ?
লেখাওনি ?
কি বলছো ?
আরে তবে শোনো বলছি ।
মডেলিং করা খুব সহজ জানো তো?
সুন্দর করে কথা বলা ,
একটু ঠিক-ঠাক করে বসা , চলা এটাই তো মডেলিং ।
তাই না ?
আসলে মডেলরা খুব আরামে থাকে জানো তো ?
কোনো সমস্যাই নেই তাদের জীবনে ।
একটা অনুষ্ঠানের প্রতিযোগি হয়ে নাম লেখাতে গেলেও তোমার শরীরের প্রতিটা অংশকে মনোযোগ দিয়ে সমান ভাবে পরীক্ষা পাশ করতে হয় ।
কোথাও আবার তোমাকে রোদে দাঁড়িয়ে , বৃষ্টিতে ভিজে নিজের শরীরের মাধ্যমে অপরকে মনোরন্জিত করতে হবে , নয়তো তোমার নাম থাকবে শেষের পাতায় ।
সুযোগে তোমাকে অনেক হাত স্পর্শ করতে চাইবে , সেই খেলা থেকেও নিজ ইচ্ছায় তোমাকে পরাজয় হয়ে ফিরে আসতে হবে ।
নয়তো পরিবারের নাম বদনাম হবে ।
কিন্তু তুমি নক্ষত্র হও সবাই চাইবে ।
কখনো বিছানা ভাগ করার প্রস্তাব আসে তবে ,
নিজ বদনাম না রটাতে কেউ পিছিয়ে যায় আর , কেউ উজ্বল হতে অপরিচিত কারোর বুকে রাত কাটায় ।
তবুও মডেলদের মুখে হাসি রাখতে হয় ।
কারণ হাসি ছাড়া তোমাকে কেউ কাছে টানবে না যে !
কাজের সুযোগ আসবেনা যে !
ছবিতে তাদের সুন্দর দেখাবেনা যে !
বাড়িতে নিজ হাতে জল না নিয়ে খাওয়া ব্যক্তিটাও মডেল হিসেবে আরেক জনকে নেশাক্ত করে দিতে পারে শুধু পরিবার চালানোর কথা ভেবে ।
মডেলদের আবার কিসের দুঃখ ?
শরীরের প্রতিটি অংশ দিয়ে রূপ ঝরাতে তাদেরকে অপরের কথায় নিজ শরীরকে ভাঙতে-গড়তে হয় ।
এটা আবার কিসের কষ্ট ?
ঠিক ভাবছো ।
আসলে মডেলরা শুধু ভালোবাসা দিতে নয় ,
তারা ভালোবাসা পেতেও চায় ।
মডেল কথাটির মধ্যেই যেমন সুগন্ধ মাখা আছে ঠিক এই মডেলরাও তোমার-তোমাদের জীবনকে পূর্ণতায় ভরিয়ে দিতে পারে ।
শুধু সময় করে একবার মডেলদের কাছে টেনে ভালোবেসে দেখো ।
কবি পরিচিতি- জন্ম ১৯৯৫ সালের ৮ই নভেম্বর ত্রিপুরার আগরতলায় (পূর্ব গান্ধীগ্রাম) এক দরিদ্র দেবনাথ পরিবারে। ছোট থেকে শুধু দুঃখ আর কষ্টকেই সঙ্গী করে বড়ো হয়েছে। সুখ কি জিনিস সেটা দেখার সৌভাগ্য হয়নি। ছোট থেকেই স্বপ্ন দেখে একদিন Air hostage হবে। B.A . পাসের পর Entrance দিয়ে সেই সুযোগও অর্জন করে তবে টাকার অভাবে যোগদান করতে পারেনি। তারপর স্বপ্ন দেখে সংবাদ পাঠক হওয়ার। বাংলা বিষয়ে মাস্টার্স করার সময় অর্জন করে সেই সুযোগ। তারপর সুযোগ আসে মডেলিং-এ। একে একে অনেক গুলো মডেলিং করে বর্তমানে একজন সফল পেশাগত মডেল। একাধিক award এখন তার ঝুলিতে। তার পাশাপাশি নিজের গাওয়া গানের অ্যালবামও রয়েছে। বর্তমানে ত্রিপুরার সাহিত্য ম্যাগাজিন মনন স্রোতের মডেল এবং ত্রিপুরা রংবাজ ইউটিউব চ্যানেলের অভিনেতা। হলিক্রস বি . এড . কলেজের বর্তমানে তৃতীয় সেমেস্টারের ছাত্র। শখ রয়েছে কবিতা লেখা ও আঁকায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন