-প্রীতম শীল
'''"""""""""""""""""
শত বছর পূর্বে পিতা পেয়েছিল,
কোনো এক স্বপ্নাদেশে।
আজও আমি সবই পালন করি,
শুধু মাত্র দৈবাদেশে।
তুমি হে বাপু আমায় বলছো,
মিথ্যাবাদী ভন্ড ওঝা।
দেবতারে তুষ্ট করি আমি,
এ কাজ নইকো সোজা।
বলিলাম আমি তবে এত টাকা,
এ কোন বোকামি।
ওঝা কহেন, এ রাম রাম রাম,
টাকা নয় বলো প্রণামী।
আমি মোক্ষ লাভ করি বলেই,
লোকে বলে হীনতারিনী।
আমি ওঝা নয় বাপু ওঝা নয়,
আমি কুলকুন্ডলিনী।
আমি বলিলাম বাপু এত টাকা,
কোন ঠাকুরের প্রণামী।
এ টাকার মালিক কে?ঠাকুর!
না নিজেই আপনি।
উপকার যদি করবেই তবে,
যৎকিঞ্চিত নিয়ে করো ক্ষুন্নিবৃত্তি।
নেহাৎ এ সমাজে কিছু লোক বিশ্বাস করে,
তাতেই তোমাদের রাজত্বি।
সভ্য সমাজ যেদিন তোমাদের মতো,
কান্ডারীর মুখোশ খুলবে।
সেদিন এ সমাজের প্রতিটি মানুষ,
তোমাদের দিকে আঙুল তুলবে।
কবি পরিচিতি :- কবি প্রীতম শীল ২৮/০২/১৯৯৪ এ কাঁঠালিয়া নির্ভয় পুর গ্রামে অন্তত হতদরিদ্র ঘরে জন্ম গ্রহণ করেন। অভাব অনটনের মধ্য দিয়ে কোনো ক্রমে স্নাতক ডিগ্রি লাভ করেন।পিতা স্বপন শীল ও মাতা সন্ধ্যা রানী শীলের প্রথম পুত্র। কবি প্রীতম শীল মঞ্চ নাটক লিখেন এবং নিজে অভিনয় করেন ও অভিনয় করতে ভালোবাসেন। কবি ত্রিপুরার লিটল ম্যাগাজিন মননস্রোতে নিয়মিত লিখেন। নবোন্মেষ কাব্যগ্রন্থে কবির কবিতা " অবুঝের কান্না" প্রকাশিত হয়। কর্ম জীবনে কবি গৃহশিক্ষক হিসাবে কাজ করেন। প্রীতম শীলের লেখা সমূহঃ ১)লক্ষ বেকারের কথা(অনুগল্প) ২)হাড় কিপটের এক টাকা লোকসান(গল্প) কবিতা সমূহঃ- ১)ইচ্ছে ছিল, ২)আনন্দের জায়গা এখানে, ৩)সংঘাত, ৪)ইচ্ছেরা যখন আকাশ ছোঁয়, ৫)পালিয়ে যাবি কোথায় ৬)আদরের দুলালী ৭)শুধুই ভালোবেসে ৮)এ কোন সমাজ ৯)অবুঝের কান্না
নাটক সমূহঃ-(মঞ্চ নাটক) ১)জয় মা দূর্গা ২)শহীদ ৩)কালো মেয়ে ৪)রক্তাক্ত আঙিনা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন