উড্ডয়ন


                - দিপ্সী দে
রাতের শেষে,
সোনালী আলোর দেশে
চাদর জড়িয়ে মায়ের কাছে,
আরেকটু শুয়ে থাকার বাহানা।
ফোন হাতে,
যার কথায় সুন্দর সকালের সূচনা
সে এক উড্ডয়ন।
বিকেলে হাজার কাজ,
টিউশন গানকরার মাঝে
যার কথা মনে পড়ে সে,
   উড্ডয়ন।
মাঝরাত,
যখন সবাই ঘুমিয়ে কাতর
আমার কবিতার খাতা ভরে উঠে
যার নামে সে তুমি উড্ডয়ন।
যে নিজেকে বেডবয় বলে,
কাজের মাঝে আমার-
বেয়াদবি সহ্য করে সে উড্ডয়ন।
কবিতার যে অন্তমিল নেই
ভালোবাসা যে সীমাহীন
আপেক্ষায়,
টাইম লাইন ধরে হেটে যাবো দুজনে,
বলবো ভালোবাসি।

কবি পরিচিতি -জন্ম :পশ্চিম ত্রিপুরার  আগরতলা যোগেন্দ্রনগরে।1999সালের 14ই জানুয়ারী।
পেশায় বাংলা সাহিত্যের ছাত্রী।তিনি কবিতা খুব ভালোবাসেন ছোট বেলাতেই কবিতার খাতা ছুঁয়ে ছিলেন।নিজে সংগীত নিয়ে বিভিন্ন পরীক্ষায় পাশ করেছেন।ছোট বেলা থেকেই সাহিত্যে তার ঝোঁক ছিলেন। সদ্য এইবিষয়ে রাজ্য সরকার থেকে পুরস্কার পেয়েছেন।তিনি সুযোগ পেয়েছেন বাংলা সাহিত্যের বিশিষ্ট  কবিদের থেকে তালিম নেবার।তিনি বলেছেন যে তিনি কবিতা লেখা শিখছেন। বিদ্যালয় জীবন থেকে ওনার লেখা প্রকাশ শুরু হয়। তিনি বিবিধ পত্রিকার সাথে যুক্ত।মননস্রোত অশ্রুত নবোণ্মেষ পোস্টম্যান পত্রিকায় ধারাবাহিক ভাবে ওনার লেখা প্রকাশিত হয়।তাছাড়াও 60 টি পত্রিকার সাথে উনি যুক্ত।উনি যাকে নিয়ে কবিতা লিখতে পছন্দ করেন সে উড্ডয়ন।তিনি সমাজে পথ শিশুদের সাহায্যের জন্য সচেষ্ট থাকেন।খোলা আকাশ নামক সামাজিক মাধ্যম সম্পাদনা করেন। ইউটিউবের বিভিন্ন চ্যানেলে তার কবিতা প্রকাশিত হয়।তিনি তার লেখার মাধ্যমে সবার মন জয় করতে চান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন