-টিটন রায়
আমার এই জন্মভূমি
ভারত মহান।
এই দেশে জন্মেছি বলে
গর্বিত আমার প্রাণ।।
দেশের প্রতি করবো শ্রদ্ধা
দেশ হল আমার সন্মান।
দেশের জন্য শহীদ যারা
তাদের জনাই সন্মান।।
দেশ ভক্তিতে যারা করেছে
নিজেদের আত্মদান।
দেশের জন্য করবো দান
আমার এই ক্ষুদ্র প্রাণ।।
ভারত আমার জন্মভূমি
ভারত আমার মৃত্যু স্থান।
ভারতের প্রতি শ্রদ্ধা আমার
থাকবে চিরকাল।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন