মরতাম আমি সেই কবেই


-উজ্জ্বল ভট্টাচার্য
তোকে না পেয়ে মরতাম আমি সেই কবেই,
তবে জানিস?মা-টার j¤­Ml  দিকে তাকাইনা!
মনে পড়ে নিঃস্বার্থ স্নেহ,মায়া-মমতার কথা।
মনে পড়ে নিজে না খেয়ে আমায় খাওয়ানোর কথা,
নিজে ভালো না থেকেও আমায় ভালো রাখার কথা।
তখন আর এগোনোটা ঠিক হয়ে ওঠেনা,
বাঁচার তাগিদটা আরো কয়েকগুণ বেড়ে যায়।
একতরফার স্বাদটা আমায় রোজ মেরে ফেলে ,রোজই বাঁচায়,
আমি আছি দেখতে স্বাধীন অদৃশ্য বিরহের শুচালো খাঁচায়।
আর মরলেই কি প্রেম অমর হবে?প্রমাণ হবে কতটা ভালোবাসি?
আমি নাহয় ভাবনায় তোকে মেখে,হাসি মুখে থাকি বেঁচে।

কবি পরিচিতি – কবি উজ্জ্বল ভট্টাচার্য জন্ম ১৯৯৯ সালের ২৩ শে ডিসেম্বর,শান্তির বাজার দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত পূর্ব রাধাকিশোর গঞ্জ নামক গ্রামে।পেশায় শান্তির বাজার সরকারি মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র।ছোটবেলা থেকেই তিনি কবিতার ভাব রাজ্যে বিরাজ করতেন।এক দূরন্ত টান ছিল কবিতার প্রতি।সপ্তম শ্রেণীতে তার প্রথম কবিত্বের হাতে খড়ি হয়।লিখে ফেলেন 'সবুজ পৃথিবী,নামক একটা কবিতা,যদিও তা অপ্রকাশিত।এইভাবে চলছিল তুক-তুক কবিতা নিয়ে প্রেম।তবে কবি হিসেবে সাহিত্য দুনিয়ায় আত্মপ্রকাশের মাধ্যম ছিল না। ২০১৮ সালে যখন কলেজে পা রাখলেন তখন পরিচয় হয় সহৃদয়বান ব্যাক্তিত্বের অধিকারী অতিথি অধ্যাপক শ্রীযুক্ত স্নেহাশীষ রায়ের সঙ্গে।ওনার সহযোগীয়তায় ত্রিপুরার সাহিত্যগোষ্ঠী নবোন্মেষ ও মননস্রতের সাথে পরিচিতি ঘটে। ২০১৯ সালের আগস্ট মাসে মননস্রোতে প্রথম কবিতা প্রকাশিত হয়'আমরা দুটি ভাই।আর ১লা সেপ্টম্বর 'রক্ত ঝরাবো,নামক একটি কবিতা নবোন্মেষ সাহিত্য গোষ্ঠীতে প্রকাশিত হয়।এছাড়াও ফেসবুকের বিভিন্ন সাহিত্য গোষ্ঠীর মধ্যে অনেক কবিতা প্রকাশিত হয় বিভিন্ন সাহিত্য সাথীদের হাত ধরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন